Saturday, August 23, 2025
HomeJust Inকাল সোমবার শুরু বিধানসভার বাজেট অধিবেশন

কাল সোমবার শুরু বিধানসভার বাজেট অধিবেশন

ওয়েব ডেস্ক: কাল সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন (Budget Session 2025) শুরু হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Anand Bose) ভাষণ দিয়ে সূচনা হবে। গত বাজেট হয়েছিল রাজ্যপালের ভাষণ ছাড়াই। আগামী বুধবার বিকেল ৪টেয় রাজ্য বাজেট প্রস্তাব পেশ হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে চমক থাকবে বলে মনে করা হচ্ছে।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News